সাদা কালো ভালোবাসা
আমি তোমার জন্য সেই ৮০ দশকের নায়িকা হতে চাই শুনছো।
যেখানে ভালোবাসার কোনো কমতি থাকবে না,থাকবে না কোনো মিথ্যে আশ্বাস, থাকবে শুধু তোমাকে পাবার আশায় আমার প্রতিটা নিশ্বাসে তোমাকে পাওয়া ।
রাত জেগে যত্ন সহকারে কিছু একটা বানাবো যেটায় থাকবে ভালোবাসার স্মৃতি দিয়ে ঘেরা আর ওই যে যখন অভিমান হবে কেঁদে দুচোখ ভাসাবো বোকামির মতো কথা বলবো সেই সময় তুমি মুচকি হাসি দিয়ে বলবে পাগলিনী একটা।
আমি ডায়েরির পাতা খুললেই তোমার দেওয়া প্রথম গোলাপ টা দেখতে পাবো। যেটা মরে গিয়েও জীবিত হয়ে আছে আর ঘ্রাণ টা থাকবে সেই প্রথম দিনের মতই।আমি থাকবো তোমার অপেক্ষায়।ডায়েরির পাতায় লিখা থাকবে অভিমান আর ভালোবাসার জমানো কথা গুলো আর হ্যাঁ মাঝখানে থাকবে তোমার আমার নামের প্রথম অক্ষরটি প্লাস দিয়ে বসানো খুব ভালো হবে না বলো ।।
এগুলো এখন ডাইনোসররে মতো বিলুপ্ত হয়ে গেছে।
আমি তোমার এই যুগের প্রেমিকা হতে চাই না সত্যি বলছি।
দামি গিফট দামি পারফিউম এগুলোতে ভালোবাসা থাকে না গো।
আমি তোমার ভালোবাসা হতে চাই যেখানে থাকবে বিশ্বাস আমার দেওয়া কার্ড আর কাগজের গন্ধে থাকবে তোমার ভালোবাসার ছোয়া।
আর ৮০ দশকের গানের লাইন হবে আমাদের কথা
“এই পথ যদি না শেষ হয়।”
আমি সেই ৮০ দশকের প্রেমিকা হতে চাই যখন তোমার কন্ঠ শুনে বুঝবো তোমার মন ভালো নেই,, তোমার কষ্ট আমি অনুভব করতে পারবো আর তুমি তখন এগুলোকে আবেগ বলে উড়িয়ে দিবে না আর,, বুঝে নিবে তোমার কষ্টে আমিও ভালো নেই।
কোনো মিথ্যা অজুহাত দিয়ে তুমি ব্যস্ততা দেখাবে না উল্টো তোমার ব্যস্ততার সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য কিছু সময় তুমি খুঁজে নিবে তোমার পাগলিনীর জন্য।
আর আমি অপেক্ষায় থাকবো সেই সময়ের আশায়।
৮০ দশকের ভালোবাসা গুলো অনেক সুন্দর ছিলো তখন রঙিন পর্দা না থাকলেও সাদা কালো ভালোবাসা গুলো অনেক সুন্দর ছিলো।সত্যি করের ভালোবাসা ছিলো সেই সময়।
বর্তমানে এমন ভালোবাসা দেখাই যায় না রঙিনের মাজে মানুষ সত্যি কারের ভালোবাসা হারিয়ে ফেলেছে।