সালাম, এ্যানি, খোকনকে কারাগারে ৫ ডিভিশন দিন: হাইকোর্ট।

সালাম, এ্যানি, খোকনকে কারাগারে ৫ ডিভিশন দিন: হাইকোর্ট।

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার পাঁচ বিএনপি নেতাকে কারাগারে ডিভিশন সুবিধা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিএনপি নেতারা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম,

image

বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন, প্রকাশনা সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এবং বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান সাহেব। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন মামলা বিষয়ে।

image

বিএনপি নেতাদের কারাগারে ডিভিশন চেয়ে ১৩ ডিসেম্বর হাইকোর্টে রিট করা হয়।

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতারা এখন কারাগারে। আগের দিন, 10 ডিসেম্বরের সমাবেশের আগে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত এবং প্রায় 50 জন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *