গরম কাল তো চলে এলো, আর এই গরমকালে আমাদের সবার ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে।যেমন আইসক্রিম, কোল্ড ড্রিংকস ইত্যাদি । তাই আজ নিয়ে আসলাম মজাদার স্ট্রবেরি মিল্কশেক।
এই মিল্কশেক খেতে খুব মজাদার ও বাচ্চারা খুব পছন্দ করবে। খুব কম সময়ে তৈরি করতে পারবেন এই মিল্কশেক। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা যায় মজাদার স্ট্রবেরি মিল্কশেক রেসিপি-
সময় – ৫ মিনিট
পরিবেশন – ২ জন
স্ট্রবেরি মিল্কশেক তৈরি করতে যা যা লাগবে-
উপকরণঃ
- স্ট্রবেরি – ১২ টি
- চিনি – স্বাদমতো
- ঠান্ডা দুধ – ২ কাপ
- স্ট্রবেরি সিরাপ – ১ চা চামচ
- স্ট্রবেরি আইসক্রিম – ৪ স্কুপ
- হুইপড ক্রিম – পরিবেশনের জন্য
স্ট্রবেরি মিল্কশেক তৈরীর পদ্ধতি-
প্রথমে একটি ব্লেন্ডারে স্ট্রবেরি ও চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর এর মধ্যে স্ট্রবেরি আইসক্রিম দিয়ে দিন, এবার এর মধ্যে দুধ দিন, এবার আবার ব্লেন্ড করে নিন।
তারপর একটি গ্লাসে সার্ভ করে ওপরে ডেকোরেশনের জন্য হুইপড ক্রিম, স্ট্রবেরি সিরাপ ও একটা স্ট্রবেরি দিয়ে সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করুন। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার স্ট্রবেরি মিল্কশেক।