হযরত মোহাম্মদ (সঃ) এর কিছু ওসিয়ত

হযরত মোহাম্মদ (সঃ) এর কিছু ওসিয়ত

হযরত মুআয (রাযিঃ) বলেন, আমাকে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশটি বিষয়ের ওসিয়ত করিয়াছেনঃ

১.আল্লাহর সঙ্গে কাহাকেও শরিক করিও না; যদিও তোমাকে কতল করা হয় কিংবা আগুনে জ্বালাইয়া দেওয়া হয়।

২.পিতামাতার নাফরমানী করিও না; যদিও তাহারা তোমাকে স্ত্রী অথবা সমুদয় সম্পদ ত্যাগ করিতে বলেন।

৩.ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করিও না। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করে তাহার প্রতি আল্লাহ তায়ালার কোন জিম্মাদারি থাকে না।

৪. শরাব পান করিও না। কারণ, ইহা যাবতীয় মন্দ ও নির্লজ্জ কাজের মূল।

৫.আল্লাহ তায়ালার নাফরমানি করিও না। কারণ ইহাতে আল্লাহ তায়ালা গজব নাযিল হয়।

৬.জেহাদ হইতে পলায়ন করিও না; যদিও তোমার সকল সাথি মারা যায়।

৭. যদি কোন এলাকায় মহামারী ছড়াউয়া পরে, তবে সেখান হইতে পলায়ন করিও না।

৮.নিজ পরিবারের লোকদের জন্য সাধ্যমত খরচ কর।

৯.তাহাদের উপর হইতে শাসনের লাঠি হটাইও না।

১০. তাহাদিগকে আল্লাহর ভয় দেখাইতে থাকিও।

হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাযিঃ) বলেন, বাচ্চাদের নামাজের প্রতি বিশেষ দৃষ্টি রাখ এবং তাহাদিগকে ভালো কথা ও ভালো অভ্যাস শিক্ষা দাও।

হযরত লোকমান হাকিম (আঃ) বলিয়াছেন, পিতার মারধর সন্তানের জন্য এমন যেমন ক্ষেতের জন্য পানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *