২০ টি অনুপ্রেরণা মূলক বাক্য
কতগুলো বিষয় মানুষের জীবন বদলে দিতে পারে । যেমন কোনো ঘটনা , কোনো ভালো অভিজ্ঞতা কিংবা কোনো মনীষীর বাণী । মনীষীর বাণীগুলি হল তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতার ফল ।
শুধুমাত্র কথার কথা যে নয় , তাও বুঝতে হলে মনীষীদের বাণীরই শরণ নিতে হবে । কেন না তাঁরা যা বলেন সেগুলো তাদের দেখা , উপলব্ধি করা বাস্তব ।
যুগের পরিবর্তনের আড়ালে রয়েছে এক শাশ্বত সত্য , যা আমাদের ডিজিটাল যুগের কর্ম-ব্যস্ততাতেও আমরা সামান্য বুঝতে পারি । আমাদের এক একটি জীবন মানে দেশ-কাল এর উর্ধে সৃষ্টি কর্তার এক একটি উদ্যেশ্য । কিন্তু আমাদের জীবন মাঝে মাঝেই পঙ্কিলতায় ভরে যায় । আমরা জীবনের গতি হারিয়ে ফেলে হতোদ্যম হয়ে পড়ি ।
তাই কঠোর জীবনের মাঝেই যে মজা , বেঁচে থাকার আনন্দ ; — সেটা পেতে হলে স্বপ্নগুলোর বাস্তবায়ন প্রয়োজন । আর এই বাস্তবায়নে যারা আজ সফল বলে স্বীকৃত , দেখা যায় তাদের জীবনের গল্পটা এত সোজা নয় । অনেক সংগ্রাম , দুঃখ , কষ্ট , যন্ত্রণার ফসল তাদের সাফল্য । তাই তারা আমাদের সকলের কাছে পথ প্রদর্শক ।
তাই যাদের মূল্যবান উপলব্ধ বাণী আমাদের জীবনে আলো ফেলতে পারে , আমাদের অন্ধকার মনে সূর্যোদয় ঘটাতে পারে , এমন ২০ টি বাণী এখানে দেওয়া হল:
১. ওরা তোমাকে নিয়ে যতোই ঠাট্টা করুক , তোমাকে নিয়ে অনেক হাসুক , তোমাকে অনেক আঘাত করুক , অবজ্ঞা করুক না কেনো তাতে কিছুই হবে না । কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে সেদিকে লক্ষ্য রাখো।
Apoorve Dubey
২. যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো , সে ব্যাপারে কখনো হাল ছেড়ে দিও না , পথ তুমি খুঁজে পাবেই একদিন।
Roy T. Bennett
৩. সহজে জেতার আনন্দ কোথায় ? বাধা যত বিশাল হবে, বিজয়ের আনন্দও ততই বাঁধভাঙ্গা হবে।
Pele
৪. কখনো হাল ছেড়ে দিবে না । এখনকার এই দাঁতে দাঁত চেপে সহ্য করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দিয়ে দেবে সারাজীবনের জন্য ।
Muhammad Ali
৫. তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো , তাকে সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করো । এমন ভাবে করো , যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে ।
Martin Luther King Jr.
৬. আমি আমার ব্যর্থতাকে মেনে নিতে পারি , কিন্তু আমি আমার চেষ্টা না করাকে মেনে নিতে পারি না।
৭. কখনো ভেঙে পড়বে না । পৃথিবীতে যা কিছু হারিয়ে যাবে , অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসবে জীবনে।
Rumi
৮. তোমার দেখা স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস , সেটি হচ্ছে তোমার অজুহাত ! যে সময় থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে দিয়ে কাজ শুরু করবে , সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না —- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করে দিবে।
Jordan Belfort
৯. একটি নিদিষ্ট লক্ষ্য ঠিক করো । সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো দ্রুত । চিন্তা করো বেশি। স্বপ্ন দেখো বেশি তোমার মস্তিষ্ক , পেশী , রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও দ্রুত , আর বাকি সবকিছু ভুলে যাও । —–এটাই সাফল্যের পথ বয়ে আনবে।
Swami Vivekananda
১০. সাফল্যের মূল মন্ত্র যা আমরা ভয় পাই তার উপর নয় বরং যা চাই তার উপর আমাদের চেতনা মনকে কেন্দ্রীভূত করে।
Brian Tracy
১১. আপনি যা করেছেন , যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতা আসে সবকিছু করতে ইচ্ছুক থাকেন , তাহলে সেটা হাতের নাগালের বাইরে পৌঁছোবে । কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন করা প্রয়োজন । ভাবুন আর ভাবুন ; আসলেই আপনি কি নকশা তৈরি করতে চাচ্ছেন ।
Steve Wozniak
১২. আকাশের পানে তাকাও । আমরা একা না । পুরো মহাবিশ্বই আমাদের প্রতি বন্ধুত্বসুলভ নয়নে । যারা স্বপ্ন দেখে এবং সেই অনুযায়ী কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই গোটা বিশ্ব ।
A.P.J.Abdul Kalam
১৩. প্রত্যেকের জীবনেরই একটা গল্প রয়েছে । অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব হবে না। মকিন্তু কঠোর পরিশ্রমের দিয়ে শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারবে।
Chico Xavier
১৪. ব্যর্থতা মানে হচ্ছে , ব্যর্থতা — কেন হয়েছে , কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না বা বুঝতেও চাইবে নাহ। তুমি ব্যর্থ হয়েছ তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতেই হবে ,
Anonymous
১৫. জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না , কারণ এর বাইরে ও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো ।
Roy T. Bennett
১৬. ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করেই চুপ করে বসে থাকাটাকে ভয় করো ।
Roy T. Bennett
১৭. হার মেনো নিও না । হয়তো আজকের দিনটা কঠিন ,কিন্তু কাল হবে অন্ধকার , কিন্তু পরে সূর্যকে উঠতেই হবে ।
Jack Ma
১৮. তুমি যদি এই সময় থেকেই তোমার দেখা স্বপ্নগুলো সত্যি করার পেছনে দ্রুত ছুটে না চলো , একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের দেখা সব স্বপ্ন গুলো সত্যি করার জন্য ।
Anonymous
১৯. সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে । চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনও সুযোগ নেই ।
Mike Gafka
২০. কখনও পড়ে না যাওয়ার মাঝে শ্রেষ্ঠত্ব নেই , পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যই সত্যিকারের বীরত্ব লুকিয়ে রয়েছে।