৩০ শতাংশ বাড়ল লঞ্চভাড়া
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়া তো আগেই বেড়েছে । এবার সরকার লঞ্চভাড়াও বাড়িয়ে দিল। লঞ্চের ভাড়া ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। এখন থেকে একজন যাত্রীকে প্রতি কিলোমিটারে গুণতে হবে তিন টাকা করে
লঞ্চভাড়া । এছাড়া জনপ্রতি সর্বনিম্ন এখন ৩৩ টাকা ভাড়া , যা এতদিন ছিল ২৫ টাকা ।
আজ ১৬ আগস্ট (মঙ্গলবার) নৌপরিবহন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে লঞ্চভাড়া বাড়ানোর । প্রজ্ঞাপনে জানানো হয়, লঞ্চভাড়া প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত ২ টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা করা হয়েছে। ১০০ কিলোমিটারের পরবর্তী দূরত্বের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে, এতদিন যা ছিল ২ টাকা।
এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩৩ টাকা করা হয়েছে। ডেকের চারগুণ হবে কেবিনের ভাড়া । আজ মঙ্গলবার থেকেই নতুন ভাড়া কার্যকর হবে।
৩০ শতাংশ বাড়ল লঞ্চভাড়া
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা-২০১৯ অনুযায়ী নৌযানে যাত্রী ভাড়া পুনর্নির্ধারণে গঠিত কমিটি বিআইডব্লিউটিএ-এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।
সরকার ৫ আগস্ট গতকাল রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেয় ১২টার পর থেকে । ডিজেলে প্রতি লিটার ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, অকটেনে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা, কেরোসিনে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, এবং পেট্রোলে ৪৪ টাকা দাম বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
৩০ শতাংশ বাড়ল লঞ্চভাড়া
পরদিনই মালিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরিবহন বাস ভাড়া বাড়ানো হয়। লঞ্চ মালিকরাও একইসঙ্গে ভাড়া বাড়ানোর দাবি জানায়। এ নিয়ে গত ৮ আগস্ট নৌযানের যাত্রী ভাড়া সমন্বয়ের লক্ষ্যে সচিবালয়ে সভা হয়। লঞ্চ মালিকরা উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে ওই সভায়।
সভায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলমকে প্রধান করে ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশের আলোকে লঞ্চে যাত্রীভাড়া ৩০ থেকে ৩৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে বিআইডব্লিউটিএ। শেষপর্যন্ত নৌমন্ত্রণালয় প্রস্তাব অনুমোদন দিল ৩০ শতাংশ ভাড়া বাড়ানোর ।