বাংলাদেশ এই প্রথম ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ–বিচ্ছিন্ন
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এখনো ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। এর মধ্যে ৬০ লাখ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক রয়েছেন ।
আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
নসরুল হামিদ আশা প্রকাশ করে বলেছেন , বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় থাকা গ্রাহকদের মধ্যে ৭০ শতাংশ আজ বিকেল নাগাদ সংযোগের আওতায় আসবেন ইনশাআল্লাহ । আর আগামীকাল বুধবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি ঠিক হয়ে যাবে আসা করা যায়।
আরও পড়ুন দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ ফিরছে, তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে শেষ বিকেলে ঝড়ো বাতাস ছিল প্রবল ধরনের । সোমবার বিকেলে খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ এলাকায়
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিত্রং। মূল কেন্দ্র উপকূলে আঘাত হানে রাত নয়টার দিকে । ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো বাতাস ও বৃষ্টি হয় প্রবল ।
ঝোড়ো বাতাসে অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইনের খয়ক্ষতি হয়। অনেক এলাকা বিদ্যুৎ – ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে সারা দেশে। ঘূর্ণিঝড়টি চলে যাওয়ার পর বিভিন্ন স্থানে বিদ্যুৎ ফিরতে শুরু করে।
তবে আজ মঙ্গলবার প্রায়ই জায়গায় এখন অব্দি বিদ্যুৎ সংযোগ হয়নি তবে আজ মঙ্গলবার প্রায় জায়গায় এখন অব্দি বিদ্যুৎ সংযোগ হয়নি।তবে বিকেল অব্দি সব জায়গায় বিদ্যুৎ সংযোগ কানেক্ট হতে পারে আশা করা যায়।
বাংলাদেশের সংবাদমাধ্যম বিডিনিউজ প্রতিবেদন অনুযায়ী, ঘূর্ণিঝড় সিত্রাং উপকূল অতিক্রম করার আগে থেকেই বাংলাদেশের উপকূলবর্তী একাধিক এলাকায় বিদ্যুৎ চলে গিয়েছে বলে যানাগেছ। বিভিন্ন জায়গায় নেটওয়ার্কের সমস্যাও হয়েছে বলে যানাগেছে ।