Best article: কীভাবে একটি best article লিখা যায়?

কীভাবে একটি best article লিখা যায়?

blog.bestuptoday.com এ একটি article বা blog post লিখতে প্রথম সাইট লগিন করে নিন। যদি একাউন্ট না থাকে তবে এখানে ক্লিক করে একাউন্ট নিন।

শুরুতেই এখানে একটা আকষর্নীয় টাইটেল দিন। এই টাইটেল দেখেই মানুষ আপনার পোস্ট পড়বে। আর যত পোস্ট পড়বে আপনি তত ইনকাম  করবেন। কেননা ভিজিটর আপনার পোস্ট পড়লে ভিউতে আপনি টাকা পাবেন।

এরপর এখানে কমপক্ষে ৪০০ ওর্য়াড লিখুন। ৬০০,৭০০ বা ১০০০ ওর্য়াডও লিখতে পারেন। যত বেশি ওর্য়াড লিখবেন আপনার পোস্ট তত গুগল র্সাচে পাবে। বেশি ভিউ মানে আপনার বেশি ইনকাম।

পোস্ট লেখার সময় ইন্টার বাটন চেপে এভাবে প্যারা করে লিখবেন । প্যারা করে লিখলে পোস্ট দেখতে যেমন সুন্দর লাগে তেমনি গুগল তার সুবিধা মতো এড বসাতে পারে।

পোস্ট লেখা শেষ হলে ক্যাটাগরি, ট্যাগ ও ফিচার ইমজে দিতে হবে। তার জন্য এখানে ক্লিক করুন।

স্ক্রল করে নিচে নামুন। ক্যাটাগরি মেনু থেকে লেখার সাথে সঙ্গিত র্পূণ সঠিক ক্যাটাগরিতে টিক দিন।

এরপর ট্যাগ দিতে হবে। ট্যাগ সেইসব শব্দ যেগুলো লিখে মানুষ গুগলে র্সাচ করে আপনার লেখা পাবে। এখন আপনি চিন্তা করে বসান কোন কোন শব্দ লিখে র্সাচ দিলে আপনার লেখা এই পোস্টটি মানুষ গুগল থেকে খুজে বের করবে। যেমন এই পোস্টটি ট্যাগ এ আমি এই ট্যাগগুলো ইউজ করবো- how, to, post, blog.bestuptodaycom, write, article,bestuputoday, কিভাবে, ইনকামটিউনস, পোস্ট, আর্টিকেল, লিখতে,

এখানে আমি প্রথমেই ইংলিশ ট্যাগ করেছি কারন মানুষ সাধারনত ইংরেজি শব্দ লিখেই গুগল র্সাচ করে। বাংলা লিখে র্সাচ করা লোকের সংখ্যা  খুবই কম। তবুও বাংলা ইউজ করেছি। কারন ইউজারও হারাতে চাইনা।

আরেকটা বিষয় দেখেন। আমি প্রতিটা ট্যাগের পর কমা দিয়েছি। এতে করে প্রতিটা ট্যাগ আলাদা আলাদা হয়ে যায়। ফলে মানুষ এই শব্দগুলো ঘুরিয়ে ফিরিয়ে লিখে র্সাচ করলেও আমার পোস্টটি খুজে পাবে। আপনারও এভাবেই ট্যাগ লিখবেন।

এরপর ফিচার ইমেজ দিতে হতে। এটা খুবই গুরুত্বর্পূন। ইনকামটিউনসের হোম পেজে আমাদের প্রতিটি পোস্টে যে ছবি দেখতে পান সেই ছবিগুলো মুলত ফিচার ইমেজে আপলোড করা ছবি। ফেসবুকে, জীবনপাতায় বা অন্য কোন সোস্যাল সাইটে পোস্ট শেয়ার করলে যে ছবিটা বড় করে দেখা যায় সেটাও কিন্তু এই ফিচার ইমেজ। এখানে আপনাকে স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং পোস্টের সাথে সংগতির্পূন একটা ছবি দিতে হবে। ছবি সাইজ কমপক্ষে 700×500 পিক্সেলের ছবি দিতে হবে।এর নিচে দিলে সোস্যাল সাইটে শেয়ার করলে ফুল ইমেজ শো করবেনা। তবে আদর্শ মাপ হচ্ছে 1200 x 600 পিক্সেল।

ফিচার ইমেজ সেট করতে নিচের ছবিতে দেখানো Set featured image এ ক্লিক করুন।

Set featured image এ ক্লিক করার পর এরকম আসবে। প্রথমে আপনি Media Library চেক করতে পারেন । আপনার পোস্টের সাথে সঙ্গতিপুর্ন্ কোন ছবি পেলে ক্লিক করুন । আর যদি না থাকে তাহলে আপলোড ফাইলে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে ইমেজ আপলোড করতে হবে।

আপনার ছবি যদি ডাউনলোড করে থাবকন তাহলে ছবিটাকে টেনে এনে নিচের ছবির র্মাক করা ঘরের Select Files লেখারটার উপর ছেড়ে দিন।

অথবা Select Files এ ক্লিক পিসি থেকে ইমেজ টাকে সিলেক্টকরে Open এ ক্লিক করুন।

ইমেজ আপলোড হয়ে যাবে এবং নিচের ছবির মতো দেখাবে। আরেকটু ছোট কাজ বাকি আছে। Set feature image এ ক্লিক করতে হবে।

Feature image সেট হয়ে যায় এখন আপনি Publish বাটন ক্লিক করতে পারেন। আপনার কাজ শেষ। পোস্ট সাথে পাবলিশ হয় না। একজন ইডিটর পোস্ট গুলো দেখ সবকিছু ঠিক পেলে পোস্ট পাবলিশ করে দেবে।

আপনি যদি  চান যে ভিজিটর আপনার পোস্ট পড়া শেষ করে আপনার আরো দুই একটা পোস্ট করুক। কেননা ভিজিটর যত বেশি আপনার পোস্ট করবে তত বেশি আপনার ইনকাম হবে। তাহলে আরো পড়ুন লিখে নিচে আপনার দুই তিনটা পোস্টের লিংক শেয়ার করুন। নিচে দেখুন আমি সেটাই করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *