Privacy Policy

CCPA Privacy Rights (Do Not Sell My Personal Information)

Under the CCPA, among other rights, California consumers have the right to:

Request that a business that collects a consumer’s personal data disclose the categories and specific pieces of personal data that a business has collected about consumers.

Request that a business delete any personal data about the consumer that a business has collected.

Request that a business that sells a consumer’s personal data, not sell the consumer’s personal data.

If you make a request, we have one month to respond to you. If you would like to exercise any of these rights, please contact us.

GDPR Data Protection Rights

We would like to make sure you are fully aware of all of your data protection rights. Every user is entitled to the following:

The right to access – You have the right to request copies of your personal data. We may charge you a small fee for this service.

The right to rectification – You have the right to request that we correct any information you believe is inaccurate. You also have the right to request that we complete the information you believe is incomplete.

The right to erasure – You have the right to request that we erase your personal data, under certain conditions.

The right to restrict processing – You have the right to request that we restrict the processing of your personal data, under certain conditions.

The right to object to processing – You have the right to object to our processing of your personal data, under certain conditions.

The right to data portability – You have the right to request that we transfer the data that we have collected to another organization, or directly to you, under certain conditions.

If you make a request, we have one month to respond to you. If you would like to exercise any of these rights, please contact us.

Children’s Information

Another part of our priority is adding protection for children while using the internet. We encourage parents and guardians to observe, participate in, and/or monitor and guide their online activity.

inter2finance does not knowingly collect any Personal Identifiable Information from children under the age of 13. If you think that your child provided this kind of information on our website, we strongly encourage you to contact us immediately and we will do our best efforts to promptly remove such information from our records.

ইউজার গাইড । বেষ্ট আপ টুডে/ Bestuptoday প্রোগ্রাম

কিভাবে রেজিষ্টার করবেন?

বেষ্ট আপ টুডে/bestuptoday প্রোগ্রাম-এ রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই এই ওয়েবসাইট এ থাকা একেবারে উপরে ডানপাশে কোনায় রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। দেখতে নিচের অতপর এমন একটি পেজ আসবে:

 একটা ডায়লক বক্স আসবে তার পার তা থেকে রেজিস্ট্রেশন করতে হবে সঠিক ভাবে।

 

Name: এখানে আপনার সম্পূর্ণ নাম দিতে হবে। 

Username: এখানে আপনার পছন্দমত যেকোনো একটি ইউজার নেম দিতে হবে। এটি ইউনিক এবং ইংরেজিতে দিতে হবে।

Email: এখানে আপনার সঠিক ইমেইল এড্রেস লিখতে হবে।

Password: এখানে আপনার ইচ্ছামত পাসওয়ার্ড লিখতে হবে।

Confirm Password: এখানে আপনার পাসওয়ার্ডটি পুনরায় লিখতে হবে।

অতঃপর রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনার ইমেইল এড্রেসে একটি কনফারমেশন মেসেজ চলে যাবে। এবং সেখান থেকে আপনার অ্যাকাউন্টটি কে একটিভ করতে হবে। 

একাউন্ট একটিভ হয়ে গেলে আপনি আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।

অথবা

আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট দিয়েও সরাসরি রেজিস্টার করতে পারবেন।

আরো বিস্তারিত এই পৃষ্ঠার নিচে ভিডিওটি গাইড দেওয়া রয়েছে।

কিভাবে লগইন করবেন?

আপনি যদি একজন রেজিস্টার ইউজার হন তাহলে, এই ওয়েব সাইটের উপরে থাকা ডানপাশের কর্নারে লগইন বাটনে ক্লিক করুন। অতঃপর আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলুন।

আরো বিস্তারিত এই পৃষ্ঠার নিচে ভিডিওটি গাইড দেওয়া রয়েছে।

কিভাবে প্রোফাইল সেটাপ করবেন?

আপনি যখন আপনার অ্যাকাউন্ট লগইন করবেন তখন নিচে দেয়া ছবির মতো দেখতে একটি পৃষ্ঠা চলে আসবে।

ড্যাসবোর্ড

আপনার ড্যাসবোর্ডের লগইন করার পর এরকম একটি ইমেজ দেখা যাবে। অতঃপর এখান থেকে আপনার সম্পূর্ণ একাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার প্রোফাইল সেটআপ করার জন্য প্রথমেই সেটিং অপশনে চলে যান। তারপর সেখানে আপনার নাম ইমেইল এড্রেস আপনার ছবি এবং আপনার সম্পর্কে কিছু লিখুন।

আরো বিস্তারিত এই পৃষ্ঠার নিচে ভিডিওটি গাইড দেওয়া রয়েছে।

কিভাবে আর্টিকেল লিখবেন?

আর্টিকেল লেখার জন্য ড্যাশবোর্ড থেকে BECOME A BLOGGER বাটনে ক্লিক করুন।

  • অতঃপর আর্টিকেল এর টাইটেল দিন। 
  • ক্যাটাগরি নির্বাচন করুন।
  • আর্টিকেল এর সামারি অংশটুকু লিখে ফেলুন।
  • তারপরও মূল আর্টিকেল লিখুন।
  • শেষ হয়ে গেলে নিচে একটি ফিচার ইমেজ যুক্ত করুন।
  • অতঃপর এডমিনের উদ্দেশ্যে কোন মেসেজ দেয়ার থাকলে সেটা লিখে দিন। যেমন, প্লিজ রিভিউ করুন বা অন্য কিছু।
  • অতঃপর সাবমিট বাটনে ক্লিক করুন

এখন আপনার কাজ শেষ তারপর এডমিন কর্তৃক আপনার আর্টিকেলটি রিভিউ করা হবে। আর্টিকেলটি রিভিউ করা হয়ে গেলে যদি প্রকাশ করার উপযুক্ত হয়ে থাকে তাহলে এডমিন আপনার আর্টিকেলটি প্রকাশ করে দেবে। আর যদি আপনার আর্টিকেলটি প্রকাশ করার অনুপযুক্ত হয় তাহলে কেন প্রকাশ করা হলো না সে কারণটি লিখে দেয়া হবে। সেটি আপনি আপনার আর্টিকেল এর স্ট্যাটাস অপশনে দেখতে পারবেন। এবং আপনার ইমেইলে একটি কপি চলে যাবে।

আর যদি আপনার আর্টিকেলটি বেশি অসঙ্গতিপূর্ণ হয় তাহলে একেবারে রিজেক্ট করে দেওয়া হবে।

আরো বিস্তারিত এই পৃষ্ঠার নিচে ভিডিওটি গাইড দেওয়া রয়েছে।

কিভাবে রেফার করবেন?

রেফার করার জন্য প্রথমেই ড্যাশবোর্ড থেকে Referrals অপশন এ ক্লিক করুন। অতঃপর নিচের ছবির মত একটি পৃষ্ঠা চলে আসবে।

Rererals

অতঃপর লাল রঙের দেখতে একটি লিঙ্ক পাওয়া যাবে সেই লিংকটি আপনার ব্যক্তিগত রেফারেল লিংক। সেই লিংকটি আপনি ফেসবুক টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেঞ্জারে বন্ধুদের ইনভাইট করতে পারবেন। এবং সেই লিঙ্কে ক্লিক করে যত জন লোক এখানে রেজিস্ট্রেশন করবে আপনি তাদের সকলের ইনকামের 20 পার্সেন্ট কমিশন পাবেন।

আরো বিস্তারিত এই পৃষ্ঠার নিচে ভিডিওটি গাইড দেওয়া রয়েছে।

কিভাবে ইনকাম বাড়াবেন?

এখানে ইনকাম বাড়ানোর জন্য আপনাকে বেশি বেশি আর্টিকেল লিখতে হবে। কেননা যতবেশি আর্টিকেল প্রকাশ হবে আপনার আর্টিকেল প্রিয় হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। এবং বেশি বেশি শেয়ার করতে হবে। আপনি যত বেশি শেয়ার করবেন আপনার আর্টিকেলগুলো তত বেশি ঢুকে পড়বে।

এবং লোকজন পছন্দ করে এই ধরনের আর্টিকেল লিখতে হবে। 

এছাড়াও আপনার রেফারেল লিংক বিভিন্ন জায়গায় শেয়ার করে বেশি বেশি রেফার করতে হবে। কেননা এই রেফারেল ইনকাম টি আপনি সারা জীবন পেতে থাকবেন।

আরো বিস্তারিত এই পৃষ্ঠার নিচে ভিডিওটি গাইড দেওয়া রয়েছে।

বেষ্ট আপ টুডে/bestuptoday প্রোগ্রামে কত টাকা আয় করা যাবে?

আপনি চাইলে এখান থেকে আনলিমিটেড আয় করতে পারবেন। 

কিভাবে এবং কত টাকা আয় করা যাবে এর একটি হিসাব নিচে দেওয়া হলোঃ

কত টাকা আয় হবেঃ

Pay Par View (PPC)

আপনার লেখা আর্টিকেল যত ইউনিক ভিউ হবে আপনার তত আয় হবে। এই আয় দেশ ভেদে কম বেশি হতে পারে। যেমন।

১। US, UK, Canada ইত্যাদি উন্নত দেশ থেকে প্রতি 1000 ভিউ- এ আয় হবে- 400 টাকা পর্যন্ত।

২। Netherlands, Singapore, Europe ইত্যাদি দেশ থেকে  প্রতি 1000 ভিউ- এ আয় হবে- 600 টাকা পর্যন্ত।

৩। Mideast এর দেশ থেকে- প্রতি 1000 ভিউ- এ আয় হবে- 300 টাকা পর্যন্ত।

৪। বাংলাদেশ, ইন্ডিয়া ও এশিয়ার দেশ থেকে- প্রতি 1000 ভিউ- এ আয় হবে- 300 টাকা পর্যন্ত।

৫। অন্যান্য দেশ থেকে- প্রতি 1000 ভিউ- এ আয় হবে- 300 টাকা পর্যন্ত।

৬। প্রতি ৩ মাস পর পর পেমেন্ট করা হবে এবং নিদিষ্ট একটা তারিখ যেমন ২০/২৫ এর মধ্যে দেওয়া হবে।

৭। প্রতি মাসে পেমেন্ট নিতে পারবে একজন আরটিকেল রাইটার পোষ্ট এর সময় মিনিমাম ৯ মাস থাকতে হবে তার পর থেকে প্রতি মাসে নিতে পারবে।

পেইড ভিউ এবং হিটস এর মধ্যে পার্থক্য

 

হিটস কিভাবে গননা করা হয়ঃ

  • আপনার লেখাটি যত লোকে দেখবে ততটি হিট হবে।
  • অর্থাৎ আপনি যদি নিজে নিজে ভিউ করেন সেটাও হিট।
  • একই ইউজার যদি একটি লেখা 10 বার দেখে তাহলে দশটি হিট কাউন্ট হবে।
  • আমাদের সাইট এর অন্যন্য ইউজার যদি আপনার লেখা পড়ে সেটাও হিট হিসাবে গননা করা হবে। 

পেইড ভিউ কিভাবে গননা করা হয়ঃ

  • যখন আপনি কোন লেখা বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করবেন তখন আপনার শেয়ার করা লিংক এ ক্লিক করে যারা আপনার লেখা পড়বে সেটা ইউনিক/পেইড ভিউ হিসাবে কাউন্ট হবে। 
  • আপনার লেখাটি যদি গুগলে সার্চ করলে পাওয়া যায় সেখান থেকে কেউ ক্লিক করে আসলে সেটা ইউনিক/পেইড ভিউ হিসাবে কাউন্ট হবে।
  • একজন ইউজার যদি বার বার লিংক এ ক্লিক করে সেক্ষেত্রে প্রতি 24 ঘন্টার একজন ইউজার দুই বার ইউনিক/পেইড ভিউ হিসাবে কাউন্ট হবে। কিন্তু প্রতিটি ক্লিকই হিটস হিসাবে কাউন্ট হবে। 
  • অন্য কোন ওয়েবসাইট এর কন্টেন্ট অথবা কমেন্ট এ যদি লিংক থাকে এবং সেখান থেকে যদি কোন ইউজার আসে তাহলে সেটা ইউনিক/পেইড ভিউ হিসাবে কাউন্ট হবে।
  • কোন বট বা সফটওয়ার ব্যবহার করে ভিজিটর পাঠালে সেটা কাউন্ট হবে না বরং আপনার আইডি ব্যান হয়ে যাবে। 

কিভাবে ইউনিক ভিউ পাবো?

১। প্রথমে আপনাকে আমাদের নীতিমালা অনুযায়ী একটি মান সম্মত আর্টিকেল লিখতে হবে। লেখার পূর্বে অবশ্যই ইউজার মেনুয়াল দেখে নিবেন।

২। আকর্শনীয় একটি থাম্বনেইল ইমেজ ব্যবহার করতে হবে। 

৩। আপনার লেখাটির বর্ণণা সহ লিংক কপি করে সেটা ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে এবং বিভিন্ন ফেসবুক পোষ্টে কমেন্ট করতে হবে। (অবশ্যই রিলেটেড হতে হবে।)

৪। আপনার লেখাটির বর্ণণা সহ লিংক কপি করে সেটা রিলেটেড বিভিন্ন ওয়েব সাইট এর কমেন্ট এ কমেন্ট করতে হবে।

৫। আপনার লেখাটির বর্ণণা সহ লিংক কপি করে সেটা ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসএপ, ইমো এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে।

কিভাবে ইনকাম বৃদ্ধি করবো?

১। প্রতিদিন কমপক্ষে একটি করে আর্টিকেল লিখুন।

 

কিভাবে ব্যালেন্স চেক করবেন ও টাকা উত্তোলন করবেন?

টাকা উত্তোলন করার জন্য Withdraw বাটনে ক্লিক করতে হবে। অতঃপর সেখান থেকে উল্টো বাটনে ক্লিক করলেই আপনার নির্বাচিত পেমেন্ট মেথড এ পেমেন্ট চলে যাবে। পেমেন্ট রিকোয়েস্ট করার পর সেটি এপ্রুভ করতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে সেজন্য ঘাবড়ানোর কোনো কারণ নেই। তবে প্রথম ৯ মাস পেমেন্ট হবে ৩ মাস পর পর । তার পর থেকে প্রতি মাসে ২০/২৫ তারিখে টাকা নিতে পারবে।

বেষ্ট আপ টুডে/Bestuptoday স্পনসর নীতিমালা

বেষ্ট আপ টুডে প্রোগ্রাম এ আপনাকে স্বাগতম। আপনারা চাইলে বেষ্ট আপ টুডে  প্রোগ্রামে লেখালেখি করে প্রতিদিন 500 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। বিস্তারিত জানতে এখানে।

 এছাড়াও আপনারা চাইলে বেষ্ট আপ টুডে প্রোগ্রামে স্পন্সর আর্টিকেল সাবমিট করতে পারবেন। আপনি যদি বেষ্ট আপ টুডে প্রোগ্রামে স্পনসর আর্টিকেল বা স্পন্সর হতে চান সে ক্ষেত্রে নিচের শর্তসমূহ গুলো অবশ্যই মানতে হবে।

স্পনসর ফর ব্যান্ড প্রমোশন

আপনি যদি আপনার কোন ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রমোশন করার জন্য স্পনসর আর্টিকেল লিখতে চান সেক্ষেত্রে আপনাকে নিচের নীতিমালাগুলো মেনে নিতে হবে।

  • স্পনসর আর্টিকেল লিখতে হলে কমপক্ষে 1000 ওয়াটের আর্টিকেল লিখতে হবে অন্যথায় প্রকাশ করা হবে না।
  • 1000 ওয়াটের একটি আর্টিকেল এর মধ্যে আপনি 1/2 টি লিংক ব্যবহার করতে পারবেন।
  • আর্টিকেল অবশ্যই ইউনিক হতে হবে।
  • আপনার প্রমোশনের জন্য ইমেজ ব্যবহার করতে পারবেন।
  • আপনার আর্টিকেলটি প্রকাশ হওয়ার পর আজীবন আমাদের ওয়েবসাইটে রয়ে যাবে।
  • স্পনসর আর্টিকেল এর জন্য কোন রকম পেমেন্ট দেওয়া হবে না।
  • স্পনসর আর্টিকেল পাবলিশ করার পূর্বে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন । করতে হবে।

স্পনসর ফর ব্যাকলিংক

আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে আমাদের ওয়েবসাইট থেকে ব্যাকলিংক তৈরী করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে ব্যাকলিংক তৈরী করতে হলে আপনাকে অবশ্যই নিচের নীতিমালা গুলো মেনে তারপর ব্যাকলিংক করতে হবে।

  • স্পনসর আর্টিকেল লিখতে হলে কমপক্ষে 1000 word আর্টিকেল লিখতে হবে অন্যথায় প্রকাশ করা হবে না।
  • 1000 word একটি আর্টিকেল এর মধ্যে আপনি 1 টি এক্টারনাল লিংক ব্যবহার করতে পারবেন।
  • আর্টিকেল অবশ্যই ইউনিক হতে হবে।
  • আর্টিকেলটি অবশ্যই আমাদের নির্ধারিত টপিক অনুযায়ী হতে হবে।
  • আপনার আর্টিকেলটি প্রকাশ হওয়ার পর আজীবন আমাদের ওয়েবসাইটে রয়ে যাবে।
  • স্পনসর আর্টিকেল এর জন্য কোন রকম পেমেন্ট দেওয়া হবে না।
  • স্পনসর আর্টিকেল পাবলিশ করার পূর্বে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে।

স্পনসর ফর রেফারেল লিংক ও প্রোডাক্ট প্রোমোশন

আপনি যদি কোন কোম্পানি বা কোন প্রোডাক্টের এফিলেশন করেন বা রেফার প্রোগ্রামের যুক্ত হয়ে রেফারেল কোন আর্টিকেল প্রকাশ করতে চান সে ক্ষেত্রে আমাদের নিচের নীতিমালা গুলো মেনে তারপর আর্টিকেল লিখতে হবে।

  • স্পনসর আর্টিকেল লিখতে হলে কমপক্ষে 1000 word আর্টিকেল লিখতে হবে অন্যথায় প্রকাশ করা হবে না।
  • 1000 word একটি আর্টিকেল এর মধ্যে আপনি 1 টি এক্টারনাল বা রেফারেল লিংক ব্যবহার করতে পারবেন।
  • আর্টিকেল অবশ্যই ইউনিক হতে হবে।
  • আর্টিকেলটি অবশ্যই আমাদের নির্ধারিত টপিক অনুযায়ী হতে হবে।
  • আপনার আর্টিকেলটি প্রকাশ হওয়ার পর আজীবন আমাদের ওয়েবসাইটে রয়ে যাবে।
  • স্পনসর আর্টিকেল এর জন্য কোন রকম পেমেন্ট দেওয়া হবে না।
  • স্পনসর আর্টিকেল পাবলিশ করার পূর্বে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। 

বন্ধুরা বেষ্ট আপ টুডে প্রোগ্রাম এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। যে কোন প্রয়োজনে আমাদের সাথে কন্টাক্ট ফর্ম ব্যাবহার করে যোগাযোগ করতে পারবেন। অথবা আমাদের ওয়েব সাইটে জিমেল দেওয়া আছে মেইল করতে পারেন।