বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১৯৩ পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষাটি ২০২৪ সালের ১ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে নেওয়া হয়, যেখানে ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদের জন্য ১৯৩ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার কথা ছিল। লিখিত পরীক্ষা দুটি ১৪ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশের পর, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরও প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা:
১. কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের জন্য বিসিআইসি প্রধান কার্যালয়ের নিয়োগ ও প্রশিক্ষণ উপবিভাগে (বিসিআইসি ভবন, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা) ১৫ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল পাঁচটার মধ্যে নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হবে। এ ক্ষেত্রে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো কাগজপত্র গ্রহণ করা হবে না। প্রার্থীদের জমা দিতে হবে:
- আবেদন ফরমের অনুরূপ তথ্য ফরম
- অনলাইনে পূর্ণ Applicant Copy-এর প্রিন্ট কপি
- প্রবেশপত্র
- আবেদনকৃত সনদপত্র
- সদ্যতোলা চার কপি পাসপোর্ট সাইজ ছবি
- নাগরিকত্ব সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- চারিত্রিক সনদ
- অভিজ্ঞতার সনদ (যদি প্রযোজ্য হয়)
এই সব ডকুমেন্ট প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত হতে হবে।
২. বিদেশ থেকে অর্জিত ডিগ্রি:
যেসব প্রার্থী বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রযোজ্য অন্য কোনো ডিগ্রি অর্জন করেছেন, তাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা শিক্ষা মন্ত্রণালয় থেকে ইকুইভ্যালেন্স–সংক্রান্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
৩. সরকারি চাকরিজীবীদের জন্য শর্ত:
সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দাখিল করা বাধ্যতামূলক। অন্যথায়, পূর্ববর্তী চাকরিস্থলের আপত্তি পাওয়ার ক্ষেত্রে প্রার্থীর নিয়োগ বাতিল হয়ে যাবে।
৪. মৌখিক পরীক্ষার প্রবেশপত্র:
লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
৫. মৌখিক পরীক্ষার জন্য টিএ/ডিএ:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না।
৬. মৌখিক পরীক্ষার সময়সূচি:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিসিআইসির ওয়েবসাইটে প্রকাশিত হবে।
নির্বাচিত পদের সংখ্যা:
- চিকিৎসা কর্মকর্তা: ৫ জন
- হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: ১৬ জন
- সহকারী প্রোগ্রামার: ০ জন (কেউ উত্তীর্ণ হননি)
- সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক): ৭৯ জন
- সহকারী রসায়নবিদ: ১৩ জন
- সহকারী প্রকৌশলী (কেমিক্যাল): ১১ জন
- সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১০৪ জন
- সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ৯১ জন
- সহকারী প্রকৌশলী (সিভিল): ২০ জন
- সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ৭২ জন
- সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ১৮ জন
- সহকারী হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: ৪৯ জন
- সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ৫৮ জন
- উপসহকারী রসায়নবিদ: ১৫৭ জন
- উপসহকারী প্রকৌশলী (কেমিক্যাল): ২ জন
- উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ৮৭ জন
- উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ৮৭ জন
- উপসহকারী প্রকৌশলী (সিভিল): ২৫ জন
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন
এখন, নির্বাচিত প্রার্থীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার মাধ্যমে পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার সুযোগ রয়েছে।